নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, স্বাধীনতার পর বাংলাদেশে পশ্চাৎপদ পল্লীর উন্নয়ন নিশ্চিত কল্পে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় বাস্তবায়িত হয় সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি যা আইআরডিপি নামে বহুল পরিচিত।
তিনি বুধবার (০২ মার্চ) সকালে কালীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজিত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভায় উপজেলা প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, তৎকালীন প্রেক্ষাপটে সর্বাধুনিক প্রযুক্তি হিসাবে সেচ, সার, বীজের সফল প্রয়োগ ও অধিক খাদ্য ফলাও আন্দোলনের মাধ্যমে আইআরডিপি কৃষি উৎপাদনে ব্যাপক ভূমিকা পালন করে। আইআরডিপি’র অভূতপূর্ব সাফল্যকে প্রাতিষ্ঠানিক রূপদানে এবং সমন্বিত পল্লী উন্নয়ন নিশ্চিতকরণে গঠিত হয় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।
তিনি আরও বলেন, ১৯৭২ সাল থেকেই বিআরডিবি সামগ্রিক পল্লী উন্নয়নে পল্লী উন্নয়নে পল্লীর জনগণকে সংগঠিতকরণ, সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, মূলধন সৃষ্টি ও ব্যবস্থাপনা, প্রশিক্ষণোত্তর সহায়তা,ঋণ ব্যবস্থাপনা, কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, সেচ ব্যবস্থাপনাসহ বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে বুধবার সকালে কার্যালয়ের প্রাঙ্গণে এ সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা কেন্দ্রীয় সমবায়স মিতিলিমিটেডের সভাপতি মো. মোশারফ হোসেন শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান মাসুদ, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিউল কাদের নান্নু, উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম খান রয়েল, জাতীয় মহিলা সংস্থার কালীগঞ্জ উপজেলা শাখার সমন্বয়কারী জেসমিন বেগম, বিআরডিবি’র হিসাবরক্ষক লিটন আহমেদ প্রমুখ।
পরে আলোচনা অনুষ্ঠানের প্রদান অতিথি স্থানীয় ধনুন উত্তর মহিলা সমবায় সমিতিকে ২ লাখ ৩৭ হাজার টাকা ও বাঙ্গাল হাওয়া মহিলা সমবায় সমিতিকে ২ লাখ ৪১ হাজার টাকা ঋণ প্রদান করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।