হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর পুরাতন কূপে সংস্কারের পর নতুন স্তরে গ্যাস পাওয়া গেছে। রোববার(১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় গ্যাসক্ষেত্রের উদ্বোধন করা হয়।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামানিক জানিয়েছেন, সোমবার থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হবে।
জানা গেছে, ১২ জুলাই থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) কূপটিতে অনুসন্ধান কার্যক্রম শুরু করে। প্রায় ৭৩ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ সম্পন্ন হয়। গত ৫ সেপ্টেম্বর নতুন স্তরে গ্যাসের সন্ধান মেলে।
নতুন স্তর থেকে দৈনিক ৮–১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কর্তৃপক্ষের ধারণা, আগামী ১০ বছরে এখান থেকে প্রায় ২৫ দশমিক ৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। গ্যাসের পাশাপাশি কনডেনসেটও পাওয়া যাবে।
বর্তমানে রশিদপুর গ্যাসক্ষেত্রের ১১টি কূপের মধ্যে ৭টি থেকে দৈনিক গড়ে ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



