জুমবাংলা ডেস্ক : নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। কর্মসূচি অনুযায়ী, আগামী ১০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই গণ-অভ্যুত্থান নিহত ও আহতদের পরিবারের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করবে রাজনৈতিক দলটি।
শুক্রবার (৭ মার্চ) দলটির কার্যালয়ে নির্বাহী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।
আখতার হোসেন বলেন, আগামী ১০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই গণ-অভ্যুত্থান নিহত ও আহতদের পরিবারের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল এবং ১১ মার্চ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, ও কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিল করা হবে।
এছাড়া শনিবার (৮ মার্চ) বিকাল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জনপরিসরে নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে আজ বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি।
সমাজে নারীকে খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে: প্রধান উপদেষ্টা
সমাবেশে উপস্থিত থাকবেন— এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার চৌধুরী নিভা প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।