
আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নিয়ে অনুমান বা গুজব ছড়াতে গণমাধ্যমের প্রতি সতর্ক বার্তা দিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং দায়িত্বশীল আচরণের আশা করা হচ্ছে।
গতকাল সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে আখতার আহমেদ বলেন, “বর্তমানে তফসিল ঘোষণা চূড়ান্ত হয়নি। কেউ তারিখ জানিয়ে দিচ্ছে, তা নিজের অনুমান বা দায়বদ্ধতায় বলা হচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমের কাছে দায়িত্বশীল আচরণের আশা করা হচ্ছে।”
সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশন আগামী রবিবার (৭ ডিসেম্বর) আনুষ্ঠানিক বৈঠক করে সংসদ নির্বাচনের তফসিল নিয়ে সিদ্ধান্ত নেবে। পাশাপাশি তফসিল ঘোষণার বিষয়ে আলোচনা করার জন্য ইসি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের আবেদন করেছে। রাষ্ট্রপতি জবাবে ১০ ডিসেম্বর দুপুর ১২টায় সাক্ষাতের সময় নির্ধারণ করেছেন।
ইসি এই সতর্কবার্তার মাধ্যমে গণমাধ্যমকে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ প্রচারের আহ্বান জানিয়ে বিভ্রান্তি রোধ করতে চাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



