নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ০৬ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর এর আয়োজনে বর্ণাঢ্য সমবায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় এ বছরের প্রতিপাদ্য বিষয় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এর উপর আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মোঃ আবদুল জলিল ভূঞার সঞালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান, শিবপুর মডেল থানার ওসি মোঃ সালাহউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল ও সহ সভাপতি আজিজুর রহমান ভুলু মাস্টার প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।