in

জানা গেল যে নামে হবে কুমিল্লা-ফরিদপুর বিভাগ

জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করা হবে। এবার এই দুই বিভাগের নাম কি হবে সেটিও জানালেন তিনি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেন, কুমিল্লায় বিভাগের নাম হবে মেঘনা এবং ফরিদপুরের পদ্মা।

এসময় সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে বলে জানান সরকার প্রধান।

তিনি বলেন, মহামারির কারণে উন্নয়নের গতি কিছুটা কমে গেলেও দেশ থেমে থাকেনি, দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশ হিসেবে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হবে।