বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। বেশ কিছুদিন ধরে মিডিয়া থেকে দূরে আছেন তিনি। কারো সঙ্গে ঠিকভাবে যোগাযোগও রাখছেন না।
তাহলে আর কখনো কাজে ফিরবেন না বলে এমনটা করছেন শখ। নাকি অন্য কোন কারণ আছে?
এবার সেসব প্রশ্নের উত্তর মিলল এক গুঞ্জনের মধ্য দিয়ে। জানা গেছে, আবার বিয়ের পিঁড়িতে বসেছেন শখ। তবে সেও কি কোন অভিনেতা না বাইরের কেউ?
জানা গেছে, শখ এবার যাকে বিয়ে করেছেন তিনি একজন ব্যবসায়ী। বহুদিন ধরে তাদের প্রেম চলছিল। সেই প্রেম থেকে এবার বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন তারা।
শখের দ্বিতীয় বিয়ের বিষয়টি নিশ্চিত হতে ফোন করা হয় অভিনেত্রীকে। ফোন ধরেননি তিনি। তবে মিডিয়ায় তার খুব কাছের একজন (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, শখ একজনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন, তবে তার বিয়ের বিষয়টি আমার জানা নেই।
প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শখ। সেই বিয়ে ভেঙে যায় দুই বছরের মাথায়। এরপর থেকে বাবা-মায়ের সঙ্গে ছিলেন শখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।