বলিউডের খ্যাতিমান অভিনেত্রী নিতু কাপুর আবারও কাজে ব্যস্ত হতে চলেছেন। স্বামী ঋষি কাপুরের প্রয়াণের পর এই প্রথম তাকে একটি ড্যান্স রিয়ালিটি শোয়ের বিচারক হিসেবে দেখা গেছে। নিজের ইনস্টাগ্রামেও আপডেট দিচ্ছেন তিনি। গেল বুধবার ছেলে রণবীর কাপুরকে নিয়ে দুজন দারুণ এক ছবি দিয়েছেন।
মূলত মা-ছেলে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ছিলেন। সেখানেই ছেলের সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ছবি ক্যাপশনে ছেলে রণবীরকে ‘জানে জিগার’ বলে সম্বোধন করেছেন। তার আদরের হৃৎস্পন্দনের সঙ্গে বিজ্ঞাপনের শুটিংয়ে রয়েছেন, লিখেছেন মা।
এই ছবি দিতে না দিতেই চোখে পড়ে তার কন্যা রিধিমা কাপুর সাহনি এবং টাইগার শ্রফের মা আয়েশা শ্রফের। সেখানে তারা হৃদয়ের ইমোজি দিয়ে উষ্ণ ভালোবাসা জানিয়েছেন। কোরিওগ্রাফার মার্জি পেস্টোনজি হার্ট ইমোজির সঙ্গে স্মাইলিং ফেস দিয়েছেন। আলিয়ার সঙ্গে রণবীরের বিয়ের আগ দিয়ে মায়ের এই ছবি ভক্তদের আপ্লুত করেছে। তারা ভালোবাসায় ভাসাচ্ছেন মা-ছেলেকে।
বিভিন্ন প্রতিবেদনে তাদের বিয়ের দিনক্ষণ প্রকাশ করা হয়েছে। চেম্বুরের আরকে হাউসে ১৭ এপ্রিল তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। বলা হচ্ছে, খুব কাছের বন্ধু-বান্ধব ও স্বজনের উপস্থিতিতে ঘরোয়াভাবে শুভকাজ সেরে ফেলবেন তারা। ১৩ তারিখ থেকেই উদযাপন শুরু। আর এপ্রিলের শেষের দিকে ফিল্ম ইন্ডাস্ট্রিজের বন্ধুদের জন্য পার্টি দেবেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।