
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে করোনাভাইরাস আতঙ্কে পৃথক রাখা প্রমোদতরীর আরো এক আরোহী হাসপাতালে ভর্তির পর মারা গেছেন।এ নিয়ে ওই প্রমোদ তরীর চতুর্থ আরোহীর মৃত্যু হলো। স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
Advertisement
সরকারী সম্প্রচার মাধ্যম এনএইচকে এবং অন্যান্য স্থানীয় গণমাধ্যম বলেছে, ওই মৃত ব্যক্তি বয়স ৮০ বছর। তবে তাকে কখন হাসপাতালে ভর্তি করা হয়েছে বা কখন তার ভাইরাস সনাক্ত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানায়নি।
স্বাস্থ্য মন্ত্রনালয় তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করার অনুরোধে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


