জাপানের এক ব্যক্তির Pet Fish ক্রেডিট কার্ড জালিয়াতি করেছে বলে এরকম খবর ইন্টারনেটে ভাইরাল হয়েছে। তিনি নিন্টেন্ডো সুইচ ডিভাইসের মাধ্যমে গেমিং করছিলেন।
ওই Pet Fish তার মালিকের অনলাইন শপের ড্যাশবোর্ডে প্রবেশ করে। এরপর ৫০০ জাপানি ইয়েনের সমপরিমাণ অর্থ যোগ করে। বাংলাদেশি মুদ্রায় তা হয় ৪১০ টাকা। লাইভ স্ট্রিমিং এর একটি ভিডিওতে মাছের ঘটনার বিষয়টি নিশ্চত করা হয়।
শত শত দর্শক বিষয়টি নিজের চোখে দেখেছেন। ঐ সময় গেমিং ডিভাইস থেকে ব্যক্তিটি কিছুক্ষণের জন্য দূরে সরে গিয়েছিলেন। তাছাড়া ঐ মাছের উপর এক পরীক্ষা চালানো হয়।
পরীক্ষার বিষয় ছিলো মাছটি পোকেমন গেমটি কোন সহায়তা ছাড়া নিজে নিজে শেষ করতে পারে কিনা। এর জন্য জপানি ইউটিউবার Mutekimaru Channel ওয়েব ক্যামেরার সাহায্য নেন।
মাছ যেনো কন্ট্রোলার ইনপুট ব্যবহার করতে পারে সেদিকে নজর দেওয়া হয়েছে। এখানে মোশন ট্র্যাকিং সফটওয়ারের মাধ্যমে মাছের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়েছে।
২০২০ সালে এক পরীক্ষায় দেখা যায় যে, মাছটি ৩১৯৫ ঘন্টা সময় নিয়ে গেমটি শেষ করে। তবে মানুষের তা ৩০ মিনিটের মত সময় লাগে। লাইভ স্ট্রমিং চালু অবস্থায় তিনি দূরে সরে গিয়েছিলেন। তখন হঠাৎ গেমটি অফ হয়ে যায়। কিন্তু সিস্টেম চালু ছিলো ঠিকই।
কন্ট্রোলারের ইনপুটের মাধ্যমে ঠিকই মাছটি সিগনাল পাঠাচ্ছিলো৷ ঐ সময় নিন্টেন্ডো এর ড্যাশবোর্ড চালু হয়ে যায়। ক্রেডিট কার্ড এর তথের মাধ্যমে জাপানি ৫০০ ইয়েন জমা করা হয়।
ইউটউবার জানার পর নিন্টেন্ডো এর কাস্টোমার কেয়ারে যোগাযোগ করে ঘটনা ব্যাখ্যা করে ও অর্থ ফেরত পাঠানোর অনুরোধ করে। নিন্টেন্ডো অথোরিটি এ অনুরোধ গ্রহণ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।