জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ থেকে কেয়ারগিভার কর্মী পাঠাতে হুইটা জাপান কর্পোরেশন ও এ.কে. খান গ্রুপের সাথে সমঝোতা স্বারক সই করেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি।
বুধবার (২৩ মার্চ ) বিএমইটি’র সম্মেলন কক্ষে এই চুক্তি সই হয়। এসময় হুইটা জাপান কর্পোরেশনের চেয়ারম্যান ইয়োশিহিরো কবি ও একে এস খান গ্রুপের চেয়ারম্যান একে শামসুজ্জামান নিজ পক্ষে সই করেন। আর বিএমটি’র পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক শহীদুল আলম এনডিসি।
বাংলাদেশি কেয়ারগিভার অর্থাৎ পরিচর্যাকর্মী নিয়োগ দিবে জাপানি প্রতিষ্ঠান হুইটা জাপান কর্পোরেশন । এ ক্ষেত্রে বিএমইটি’র টিটিসি থেকে যারা ৬ মাসের জাপানি ভাষা কোর্স সম্পন্ন করেছেন এদের মধ্য থেকে বাছাই করে প্রতি ব্যাচে ২০জনকে জাপানি ভাষা, কালচার এবং কেয়ারগিভারের উপর বিনামূল্যে আরো ৬ মাস বিশেষ প্রশিক্ষন দিবে এ.কে. খান গ্রুপের প্রতিষ্ঠান সেন্টার অফ এক্সিলেন্স।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.