জুমবাংলা ডেস্ক : জামালপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ‘আমরাই কিংবদন্তী’ নামক একটি সংগঠন। সংগঠনটি ২০০০ ও ২০০২ সালের সারা বাংলাদেশের এস এসসি ব্যাচ। সংগঠনটি কেবল অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিতায় আজ শুক্রবার (২৬জুলাই) গ্রুপের পক্ষ থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ থানার অন্তর্গত তিলকপুর ও কাউনের চর এবং বকশীগঞ্জ থানার অন্তর্গত বাটি কল্কিহারা ও মাদারের চরের তিন শতাধিক পরিবারের মাঝে বিভিন্ন রকমের ত্রাণ বিতরন করে।
ত্রাণ বিতরণ কাজে গ্রুপের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। বিতরণ কালে স্থানীয় পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা করেন।
১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করা ‘আমরাই কিংবদন্তী’ এরইমধ্যে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত হয়েছে, ধারাবাহিক কাজের মাঝে উল্ল্যেখযোগ্য হলঃ
১। লালমনিরহাটের কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ে সহায়তা প্রদান
২। বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম ও ওষুধ প্রদান
৩। অসহায় মানুষের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ
৪। গ্রুপের অসুস্থ অসহায় বন্ধুর চিকিৎসায় অনুদান
৫। এতিম বাচ্চাদের মাঝে নতুন পোশাক বিতরণ
৬। রক্তদান কর্মসূচী
৭। এতিম বাচ্চাদের জন্য শিক্ষা উপকরণ ও কম্পিউটার প্রদান
প্রসংগত, এবারের বন্যায় জামালপুর জেলায় ব্যাপক ভাবে ক্ষয়ক্ষতির স্বীকার হয়। এরই প্রেক্ষিতে সামাজিক দায়বদ্ধতা থেকেই প্রায় ২৪ হাজার সদস্যের পরিবারের বন্ধুদের থেকে প্রাপ্ত অনুদানে এই ত্রাণ বিতরণ কাজ পরিচালনা করে। পাশাপাশি বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কাজের পরিকল্পনাও করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।