জামিনে মুক্তি পাচ্ছেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

কাশিমপুর কারাগার-১

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম জামিনে মুক্তি পেতে যাচ্ছেন বলে জানা গেছে।

কাশিমপুর কারাগার-১

জানা গেছে, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী (হাজতি নং- ৬৬৩/২০) আসলাম ওরফে শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম (৬২) জামিনে মুক্তি পাচ্ছেন।

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। তার বিরুদ্ধে বিশেষ দায়রা মামলা নং-২৯৬/২০১১ ও মেট্রো বিশেষ দায়রা মামলা নং-১৬৮০/২০ তেজগাঁও থানার মামলা হয়।

উল্লেখ্য, আসামি সুইডেন আসলাম ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেফতারের পর পরবর্তীতে বিভিন্ন কারাগারে অবস্থান করে। এরপর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ২০২০ সালের ২০ মার্চ থেকে গ্রেফতার রয়েছে।

এনএসআইয়ের সাবেক ডিজিসহ ৬ আসামি কাশিমপুর কারাগারে