জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে মিথ্যা হলফনামার মামলায় প্রতিরক্ষামূলক জামিন দিয়েছে দেশটির একটি আদালত। পিটিআইয়ের বিদেশি তহবিল সংগ্রহের এই মামলায় বুধবার ইসলামাবাদের হাইকোর্ট তাকে জামিন দিয়েছে। -ডন
ইমরান খান
পাঁচ হাজার রুপি মূল্যের জামানত বন্ডের বিপরীতে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ডন বলেছে, পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইমরান খান এবং তার দলের সদস্যদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মিথ্যা হলফনামা জমা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলাটি নথিভুক্ত করেছে। গত ৬ অক্টোবর ইসলামাবাদে এফআইএর বাণিজ্যিক ব্যাংক সার্কেল ইমরান খান এবং অন্যান্য পিটিআই নেতাদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করে। এই এফআইআর মামলা হিসাবে নথিভুক্ত হওয়ার পর ইসলামাবাদ আদালতের কাছে জামিন চেয়েছিলেন ইমরান খান।

এফআইআরে বলা হয়েছে, পিটিআই পাকিস্তানের নির্বাচন কমিশনের কাছে আরিফ মাসুদ নাকভির নামে একটি হলফনামা পেশ করেছে। যেখানে বলা হয়েছে, উটন ক্রিকেট লিমিটেডের (ডব্লিউসিএল) অ্যাকাউন্টে সংগৃহীত সব অর্থ পিটিআইয়ের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। এছাড়া ২০১৩ সালের মে মাসে ডব্লিউসিএল আরও অন্তত দুবার ভিন্ন দুটি অ্যাকাউন্টে লেনদেন করেছিল। পরবর্তীতে পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান প্রতিরক্ষামূলক জামিনের জন্য আবেদন দাখিল করেন। এতে তিনি বলেন, তার পরিত্রাণ দরকার, যাতে তিনি আত্মসমর্পণ করতে পারেন এবং জামিনের আবেদন গ্রহণের এখতিয়ার রয়েছে এমন আদালতের কাছে যেতে পারেন।

দু’হাজার বছর পর হদিশ পাওয়া মিশরীয় জনপদে যা পাওয়া গেল