স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ৪১ বছরের অপেক্ষা শেষ। রুদ্ধশ্বাস ম্যাচে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে হকিতে ব্রোঞ্জ পেল ভারত। খবর ডয়চে ভেলে’র।
তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ভারত বা জার্মানি কেউই প্রতিপক্ষকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দিতে রাজি হয়নি। আক্রমণাত্মক খেলেছে দুই দল। নয়টি গোল হয়েছে। সবমিলিয়ে অসাধারণ খেলেই জয় পেয়েছে ভারত।
ম্যাচের শুরুতে অবশ্য জার্মানি এগিয়ে যায়। প্রথম কোয়ার্টারে জার্মানি এক গোলে এগিয়েছিল। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারেই গোল শোধ দেন সিমরনজিৎ।
কিন্তু জার্মানি এরপর দুইটি গোল করে। ভারত ১-৩-এ পিছিয়ে পড়ে। চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে আক্রমণে যায় ভারত। দুই গোল শোধ করে। তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনান্টি কর্নার পায় ভারত। রূপিন্দর গোল করেন। তারপর আরো একটি গোল করে লিড ৫-৩-এ নিয়ে যায় ভারত।
জার্মানি এরপর একটি গোল দিলেও ভারতকে ছুঁতে পারেনি। তারা শেষ মিনিটেও পেনাল্টি কর্নার পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি।
সেই মস্কো অলিম্পিকে সোনা পেয়েছিল ভারতের হকি দল। তারপর অলিম্পিকে আর কোনো পদক আসেনি। অবশেষে সেই খরা কাটল। অলিম্পিকে হকিতে মোট ১২টি পদক হলো ভারতের। তার মধ্যে আটবার সোনা, একবার রুপো ও তিনবার ব্রোঞ্জ। এরপরই আছে জার্মানি, যারা চারবার সোনা জিতেছে।
ব্রোঞ্জ জেতার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ সব গুরুত্বপূর্ণ রাজনীতিক, ক্রীড়াবিদ, বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষেরা টুইট করেন। প্রধানমন্ত্রী বলেছেন, হকি দলের জন্য পুরো ভারত গর্বিত। একইরকমভাবে রাহুল বলেছেন, হকি দলের জয়ে তিনি গর্ব অনুভব করছেন। তারা দেশকে গর্বিত করেছে।
আরো একটি পদক নিশ্চিত
হকি দল ব্রোঞ্জ পাওয়ায় ভারতের ঝুলিতে এখন মোট চারটি পদক। একটি রুপো, তিনটি ব্রোঞ্জ। আরো একটি পদক অন্তত পাচ্ছে ভারত। কুস্তিতে রবিকুমার দাহিয়া ফাইনালে উঠেছেন। ফলে তিনি সোনা বা রুপো পাবেন।
পদক তালিকায় এক নম্বরে চীন। তারা ৩২টি সোনা পেয়েছে। ২৭টি সোনা নিয়ে অ্যামেরিকা দ্বিতীয়। তবে তারা সব চেয়ে বেশি পদক পেয়েছে। তিনে জাপান। জার্মানি সাত নম্বরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।