বাংলাদেশের শিল্পখাতে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে জার্মানের অত্যাধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে জার্মানভিত্তিক খ্যাতনামা উদ্যোক্তা প্রতিষ্ঠান ফিয়াল ইন্ডাস্ট্রিয়াল সল্যুশনস্।
পাশাপাশি তারা সৌর ও বায়ু বিদ্যুৎ উৎপাদন, স্বয়ংক্রিয় বিমান ও নৌ- বন্দর ব্যবস্থাপনা, সড়ক অবকাঠামো উন্নয়ন ও স্টিল শিল্পখাতের আধুনিকায়নে সহায়তা করবে।
সোমবার শিল্প মন্ত্রণালয়ে ফিয়াল ইন্ডাস্ট্রিয়ালের চেয়ারম্যান অসিম ক্লিংবার্গের নেতৃত্বে বাংলাদেশ সফররত চার সদস্যের প্রতিনিধিদল শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে এ আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, যুগ্মসচিব আফরোজা খান, প্রতিনিধিদলের সদস্য ও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহি ডি.কে. ব্যানার্জি, ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ মুখার্জি এবং বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার মো. জুলফিকার শেখ উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের শিল্পখাতে জার্মানের প্রযুুক্তি, কারিগরি ও অর্থায়ন সহায়তা নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের চাহিদা অনুযায়ী সহায়তার প্রস্তাব দেন। বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, টেকসই ও পরিবেশবান্ধব শিল্পখাত গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে।
শিল্পখাতের আধুনিকায়নের জন্য জার্মানির প্রযুক্তি ও কারিগরি সহায়তার প্রস্তাব ইতিবাচক বলে তিনি মন্তব্য করেন। এসব প্রস্তাব যাচাই করে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী সহায়তার ক্ষেত্র নির্ধারণ করা হবে বলে তিনি জানান।
আমির হোসেন আমু বলেন, বাংলাদেশের স্টিল, ড্রাইডক, অটোমোবাইল ও চিনি শিল্পের উন্নয়নে জার্মানের উদ্যোক্তারা কারিগরি ও প্রযুক্তি সহায়তা দিতে পারে। তিনি বর্জ্য ব্যবস্থাপনা ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা দিতে প্রতিনিধিদলের দৃষ্টি আকর্ষণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



