বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লৎসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাষ্ট্রদূতের আমন্ত্রণে বৃহস্পতিবার (সেপ্টেম্বর) রাজধানীর প্রগতি সরণিতে অবস্থিত জার্মান দূতাবাসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এ তথ্য জানান।
দলের পক্ষ থেকে যুগ্ম আহ্বায়ক ও পররাষ্ট্র সেলপ্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া জার্মান রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, সংস্কার কার্যক্রমের অগ্রগতি, আগামী নির্বাচন, এবং ‘নতুন বাংলাদেশ’–সংক্রান্ত এনসিপির পরিকল্পনা সম্পর্কে জানতে চান।
এ সময় এনসিপি নেতারা তাদের ‘নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার’ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উভয় পক্ষই জার্মানি ও বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ক আরও উন্নত করার ব্যাপারে মতৈক্যে পৌঁছান।
এ ছাড়া জার্মানিতে পড়াশোনা করতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানায় এনসিপি প্রতিনিধিদল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।