জুমবাংলা ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের মুঠোফোন ছিনতাই হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে সংসদ ভবন থেকে উত্তরার বাসায় যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে এই ঘটনা ঘটে।
ওই সময় যানজটে পড়ে তার গাড়ি আটকা ছিল। খোলা ছিল গাড়ির গ্লাসও। তখন তার মুঠোফোনটি ছিনতাই হয়। বিমানবন্দর থানায় মামলা হলেও শনিবার পর্যন্ত উদ্ধার হয়নি ফোন সেটটি।
পুলিশ জানায়, জিএম কাদেরের হাতে ছিল মুঠোফোনটি। হঠাৎ এক ছিনতাইকারী তাঁর হাতে থাকা ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ছিনিয়ে নেওয়ার পর স্থানীয় লোকজন ছিনতাইকারীকে ধাওয়া দিলে ছুরি বের করে একটি মুঠোফোন ছুড়ে ফেলে পালিয়ে যায় সে। তবে ফেলে যাওয়া মুঠোফোনটি জিএম কাদেরের ছিল না।
জি এম কাদের জানান, ‘বিভিন্ন জরুরি কল আসছিল আমার। এ সময় গাড়ির এসি হঠাৎ কাজ করছিল না, তাই গাড়ির জানালার গ্লাস খুলে রাখছিলাম। এর মধ্যে ফোনে কথা বলা অবস্থায় কিছু বুঝে উঠার আগেই এক যুবক ফোনটি আমার হাত থেকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।’
এর আগে, গত বছরের ২৫ মে রাজধানীর বিজয় সরণিতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মুঠোফোন ছিনিয়ে নিয়েছিল এক ছিনতাইকারী। দেড় মাস পর একটি ছিনতাইকারী গ্রুপকে ধরার পর তার সেট পাওয়া যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।