Advertisement
জুমবাংলা ডেস্ক : দুদিনের সফরে লালমনিরহাট যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
সোমবার সকাল সোয়া ১০টায় নভোএয়ার-এর বিমানে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। ৮ অক্টোবর মঙ্গলবার তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
জিএম কাদের লালমনিরহাট পৌঁছে দুপুর ১টায় লালমনিরহাট সার্কিট হাউসে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মতবিনিময় করবেন। দুপুর ১টা ২০ মিনিটে সাপটানাস্থ নিজ বাসভবনে যাবেন। বিকেল ৩টায় লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
৮ অক্টোবর মঙ্গলবার দুপুর ২টায় লালমনিরহাট বাসভবন থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং বিকেল ৪টায় নভোএয়ার-এর বিমানে সৈয়দপুর থেকে ঢাকা রওয়ানা করবেন তিনি। সন্ধ্যা সোয়া ৬টায় রাজধানীর উত্তরার বাসভবনে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় পার্টি চেয়ারম্যানের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।