স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার জন্য ২০২১ সালটা ছিল খুবই হতাশার একটি বছর। মেসি-গ্রিজম্যানদের ছেড়ে দিয়ে একের পর এক হেরেছে বার্সা। বছরের শেষ ম্যাচটিতেও জয়ের দেখা পায়নি কাতালান ক্লাবটি। মঙ্গলবার দিবাগত রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।
ঘরের মাঠে ম্যাচের ৩২তম মিনিটে সেভিয়াকে এগিয়ে দেন পাপু গোমেজ। বিরতির ঠিক আগ মুহূর্তে বার্সাকে সমতায় ফেরান রোনাল্ড আরোহা। দ্বিতীয়ার্ধে খেলায় গতি বাড়ায় সেভিয়া। কিন্তু ম্যাচের ৬৪তম মিনিটে বড় ধাক্কা খায় দলটি। টাচলাইনের বাইরে মেজাজ হারিয়ে আলবার মুখে হাত দিয়ে বল মেরে লাল কার্ড দেখেন ডিফেন্ডার জুল কুন্দে।
দশজনে পরিণত হওয়ার পর আক্রমণের ধার কিছুটা কমে যায় সেভিয়ার। কিন্তু রক্ষণটা ভালোভাবেই সামলেছে লোপেতিগুইয়ের শিষ্যরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ম্যাচটি ১-১ এ শেষ হয়।
এই ড্রয়ের ফলে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তালিকার সাতেই থাকল বার্সেলোনা। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।