স্পোর্টস ডেস্ক: গ্রুপ ‘১’ এর ‘ডু অর ডাই’ ম্যাচে ব্রিসবেনের গ্যাবায় মাঠে নেমেছিল শ্রীলঙ্কা-আফগানিস্তান। বিশ্বকাপের মঞ্চে টিকে থাকতে হলে এই ম্যাচে দুই দলের জয়ই আবশ্যক ছিল। কিন্তু একটি ম্যাচে জয়ী দলের নামে কেবল একপক্ষই হতে পারে। ব্রিসবেনে জয়ী দলের নাম শ্রীলঙ্কা।
আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে এশিয়ান সিংহরা। আর তাতে বিশ্বকাপের মঞ্চে টিকে থাকলো দাসুন শানাকার দল। অন্যদিকে এই হারে বিশ্বকাপ থেকে এক ম্যাচ আগেই ছিটকে গেল রশিদ খান-মোহাম্মদ নবির আফগানিস্তান। ৪ ম্যাচ শেষে শ্রীলঙ্কার পয়েন্ট এখন ৪। অন্যদিকে ৪ ম্যাচের মধ্যে ১টি মাত্র জয়ে ২ পয়েন্ট আফগানিস্তানের।
ব্রিসবেনে টসে জিতে এদিন আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানের বেশি তুলতে পারেনি দলটি। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ধনঞ্জয়া ডি সিলভা। পুরো ম্যাচের মধ্যে একমাত্র এই লঙ্কান ব্যাটসম্যানই ফিফটি হাঁকাতে পেরেছেন।
এদিন আগে ব্যাটিং করতে নেমে আফগানিস্তানের ব্যাটসম্যানরা ব্যাট হাতে নিজেদের মেলে ধরতে পারেননি। দলটির পক্ষে সর্বোচ্চ ২৮ রান আসে রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে। আরেক ওপেনার উসমান গণি করেন ২৭ রান। এছাড়াও ইব্রাহিম জাদরান করেন ২২ রান।
শ্রীলঙ্কার পক্ষে এদিনও বল হাতে সবচেয়ে বেশি সফল ছিলেন ওয়ানিন্দু হাসারাঙা। ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন হাসারাঙা। ম্যাচসেরাও হয়েছেন এই লেগস্পিনার। এ ছাড়াও লাহিরু কুমারা ২ উইকেট নিয়েছেন।
লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ১০ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। আরেক ওপেনার কুশল মেন্ডিস ২৫ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে তিনে নেমে একপ্রান্তে দলকে এগিয়ে নিতে থাকেন ধনঞ্জয়া। শেষ পর্যন্ত ৪২ বলে ৬টি চার ও ২টি ছয়ে ৬৬ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন এই ব্যাটসম্যান।
আফগানিস্তানের পক্ষে মুজিব উর রহমান এবং রশিদ খান ২টি করে উইকেট শিকার করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।