Views: 690

Technology News বিজ্ঞান ও প্রযুক্তি

জিপি ইন্টারনেট নিয়ে শিক্ষার্থীদের জন্য বড় সুখবর


জিপি ইন্টারনেটকরোনাভাইরাস মহামারির কারণে অনলাইনে পাঠদান কার্যক্রম চলছে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে। এ অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান রাখতে একটি চুক্তি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোন লিমিটেড।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ সমঝোতা চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর আওতায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি মেম্বারদেরকে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ডাটা প্যাক সরবরাহ করবে গ্রামীণ ফোন।

অনলাইন প্ল্যাটফর্ম জুম-এ আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।

ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ এবং প্রফেসর ড. মো. আবু তাহের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন।


ড. ফেরদৌস জামান, সচিব (অতিরিক্ত দায়িত্ব), ইউজিসি এবং কাজী মাহবুব, সিবিও, জিপি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ উদ্যোগে এগিয়ে আসার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ জানান ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ।

তিনি বলেন, ‘সঙ্কটকালীন সময়ে উচ্চশিক্ষাক্ষেত্রে গ্রামীণফোনের এ অংশগ্রহণ সময়ের দাবি। এর মাধ্যমে উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ হবে। এটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা অনলাইন শিক্ষায় আরও বেশি মনোযোগী হবে।’

চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ইউজিসি এবং গ্রামীণফোনের মধ্যকার বন্ধন এখানেই শেষ হবে না বরং ভবিষ্যতে উচ্চশিক্ষার উন্নয়নে দেশের বৃহৎ এই টেলিকম অপারেটর প্রয়োজনে এগিয়ে আসবে।’

এর আগে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখতে নামমাত্র খরচে ইন্টারনেট সেবা দেয়ার জন্য সবগুলো মোবাইল অপারেটরকে অনুরোধ জানানো হলে একমাত্র টেলিটক বাংলাদেশ লিমিটেড সে আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছিল।


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschoolআরও পড়ুন

বাংলাদেশে আসছে রয়েল এনফিল্ড!

Shamim Reza

বৃহস্পতির উপগ্রহ থেকে এলো রেডিও সিগন্যাল, জল্পনা তুঙ্গে

Shamim Reza

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় শাওমি

Shamim Reza

হোয়াটসঅ্যাপের নতুন শর্ত: যা জানা জরুরি

Shamim Reza

গোপনীয়তা নিয়ে যা বলছে হোয়াটসঅ্যাপ

azad

বাংলাদেশে জনপ্রিয়তার শীর্ষে তুরস্কের ‘বিপ’ অ্যাপ

Saiful Islam