আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়েটা করা হয়ে উঠছে না? পরিবারের পছন্দের পাত্রীকে ভালো লাগছে না আবার নিজেরও পছন্দের কেউ নেই? তাহলে কীভাবে খুঁজে পাবেন মনের মানুষ? এতো চিন্তা না করে বিলবোর্ডে বিজ্ঞাপন দিচ্ছেন না কেন?
ঠাট্টা মনে হলেও যুক্তরাজ্যের এক তরুণ সম্প্রতি এমনই এক কাণ্ড ঘটিয়েছেন। জীবনসঙ্গিনী খুঁজে পাওয়ার জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছেন ওই তরুণ যে নিজের ছবিসহ বিলবোর্ড ছাপিয়েছেন শহরের প্রধান প্রধান সড়কে।
মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ২৯ বছর বয়সী মোহাম্মদ মালিক মোটা অংকের অর্থ খরচ করে বার্মিংহাম শহরের অন্তত তিনটি প্রধান সড়কে ২০ ফুট উচ্চতার বিলবোর্ড টানিয়েছেন।
বিজ্ঞাপনে লেখা রয়েছে, “আমাকে প্লিজ পারিবারের ঠিক করা (অ্যারেঞ্জ ম্যারেজ) বিয়ে থেকে বাঁচান।” এজন্য তিনি “FindMalikAWife.com”. নামে একটি ওয়েবসাইটও খুলেছেন।
ইলেকট্রনিক ওই বিলবোর্ডে আরও বলা হয়েছে, “হ্যালো, আমি মালিক। আপনি হয়তো কোথাও কোনো বিলবোর্ডে আমাকে দেখেছেন। আমার বয়স ২৯ বছর এবং আমি লন্ডনে থাকি। আমি একজন উদ্যোক্তা, ভোজনরসিক এবং ধার্মিক ব্যক্তি। আমার বর্তমান পছন্দের জিনিসগুলোর মধ্যে রয়েছে- খাবার, মানসম্পন্ন কথোপকথন এবং নিজের বিশ্বাস সম্পর্কে আরও শেখা।”
মালিক লিখেছেন, “আমি এমন একজনকে খুঁজছি যে দ্বীনে (ধর্ম) বিশ্বাসী।
যদিও মালিক তার হবু জীবনসঙ্গিনী যেকোনো “জাতিসত্তার হতে পারেন” বলে জানিয়েছেন। তবু তিনি মনে করেন, তার জীবনসঙ্গিনী অবশ্যই তার আত্মীয়দের “অতিরিক্ত কথা বলার” ক্ষমতার সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম হবেন।
“আমি একটি পাঞ্জাবি পরিবার থেকে এসেছি, পরিবারে আমি ছাড়া মা এবং বাবা রয়েছেন, কারণ আমি তাদের একমাত্র সন্তান,” মালিক জানান।
সবশেষে মালিক তার বিজ্ঞাপনের সঙ্গে একটি ফর্ম দিয়ে বলেছেন, “আগ্রহীরা ফর্ম পূরণ করুন এবং আমার সঙ্গে যোগাযোগ করুন।”
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মালিকের এমন অদ্ভুত বিজ্ঞাপন ছড়িয়ে পড়ছে সবাই তাকে নিয়ে মজা করছেন। তবে, বিজ্ঞাপন দেখে কোনো প্রার্থী আবেদন করেছেন কি-না সে বিষয়ে এখনও জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।