জুমবাংলা ডেস্ক : আলোচিত সাংবাদিক রেজাউল করিম রনি বলেছেন, জীবনের সফলতা কী? একটা বিসিএস চাকরি পাওয়া, সুন্দরী মেয়ে বিয়ে করা, চিকন চালের ভাত খাওয়া, মারা যাওয়া। তাই তো? এই যে একটা লোভকে উসকে দিয়ে পুরা জাতির মোরাল সেন্টিমেন্টকে নষ্ট করে দেয়া হয়েছে। তার মধ্যে দিয়ে সমাজে আপনি কীভাবে একটি প্রপার রাষ্ট্র গঠন করবেন?
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, নাগরিক যদি তার মোর্যাল ফেব্রিক্সটা যদি ঠিক না হয়, চাইলেও আপনি প্রপার ডেমোক্রেটিক রাষ্ট্র গঠন করতে পারবেন না।
রনি বলেন, সরকারী চাকরি কি ধরেন, লুটপাটের একটা খাত আকারে চিন্হিত করা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে বিসিএসমুখী করা হয়েছে। এসব চাকরিতে মহা অপরাধ করলেও সর্ব্বোচ্চ শাস্তি ঢাকা থেকে খাগড়াছড়ি ট্রান্সফার।
ঢাবি ছাত্রীদের অস্থায়ী আবাসনের জন্য মাসে ৩ হাজার টাকা দেবে কর্তৃপক্ষ
এছাড়া, সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, কতদিন আসরে তাদের মাঠে রাখা যাবে, পুলিশকে কেন আমরা সক্রিয় করতে পারছি না এমন প্রশ্নে রনি বলেন, সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা তো বাড়লো। কিন্তু যতদিন ছিল, খুব একটা চোখে পড়েনি। যেমন ধরেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাদাবাজী, দখলদারীর অভিযোগ হচ্ছে। পার্টি স্বীকারও করতেছে। পার্টি বহিষ্কার করার আগে তো ধরার দরকার ছিল। সেনাবাহিনীর তো অভিযান চালানোর দরকার ছিল।
সরকারী চাকরীজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা নিয়েও তিনি সমালোচনা করেন।
সূত্র : দৈনিক জনকণ্ঠ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।