লাইফস্টাইল ডেস্ক : সবাই কিন্তু একমাত্র : স্বপ্ন তো সবাই দেখে কিন্তু তা পূরণে কাজ করে কতজন? নিজেকে তাই কোন দলে ফেলবেন? স্বপ্নবিলাসী নাকি সফল ব্যক্তিত্ব?
এটা আপনারই জীবন : ‘আরে এটা তো আমার জীবন আর আমার জীবনকে কি আমি সুন্দর করে সাজাব না?’ কী ভাবছেন? সিদ্ধান্ত আপনার। আর উপায়? উত্তর- পরিশ্রম।
অনুশীলন নিখুঁত করে : জেনে আর শিখে কজন জন্মায়? আপনার সফল হওয়ার উত্তর তো এখানেই। মনে রাখবেন, অনুশীলন মানুষকে নিখুঁত করে।
আপনার যেমন বিশ্বাস : বিশ্বাস করতে হবে মন থেকে- ‘আপনি পারবেন’। ‘মনে হয় পারব’ থেকেও শক্তিশালী- ‘আমি বিশ্বাস করি আমি পারব’।
আমি পারবই : ‘আমি পারব- না পারার তো কারণ দেখি না’। সত্যি তো, না পারার কোনো কারণ দেখাতে পারবেন?
আমি করবই : করব, করেছিলাম, দেখা যাক- অবান্তর এমন সব কথা ত্যাগ করে। সরাসরি স্পষ্ট ভাষায় বলুন- ‘আমি করছি, সফল হব কিনা সেটা পরের কথা’।
শেষ দেখে ছাড়ব : সবাই সফল হয়ে গেছে? আচ্ছা, আপনিও হবেন। কেননা সফল না হওয়া পর্যন্ত তো আপনি থামবেন না। কি, ঠিক তো?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।