স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে ব্যর্থতার ধারাবাহিকতা কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও এরপর টানা ছয়টি ম্যাচে হেরে গেছে টাইগাররা। সবশেষ পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের পরাজয়ে বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিশ্চিত করেছে সাকিব বাহিনী।
মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.১ ওভারেই মাত্র ২০৪ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফখর জামান ও আবদুল্লাহ শফিকের ফিফটিতে ১০৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
চলমান বিশ্বকাপের সপ্তম রাউন্ডের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে পরাজয়ে টাইগারদের পয়েন্ট মাত্র ২। তাই কাগজ-কলমেও নয় নম্বরে থেকে বিশ্বকাপকে বিদায়ই বলতে হচ্ছে সাকিবদের। একই সঙ্গে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনাও অনেকটা ফিকে হয়ে এসেছে লাল সবুজের প্রতিনিধিদের।
বাংলাদেশ দলের ধারাবাহিক এই পরাজয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা মাধ্যমে সমালোচনা করছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও ক্রিকেট বৌদ্ধারা। দলটির পয়েন্ট টেবিলের অবস্থান নিয়ে শুরু হয়েছে হাস্যরস। এ নিয়ে অন্য সবার মতো রসাত্মক একটি স্ট্যাটাস দিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।
যদিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোষ্টটি তিনি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ চলাকালেই দিয়েছিলেন। নিজের ভেরিফায়েড প্রোফাইলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের উদ্দেশ্য করে ফজলুর রহমান বাবু লিখেছেন, ‘জীবন বাজি রেখে ছেলেগুলো ১০ নম্বর অবস্থানের জন্য খেলছে। সবাই হাত তুলে দোয়া করবেন।’
টাইগারদের দলকে নিয়ে রসাত্মক স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু; ছবি: ফেসবুক
আর অভিনেতার এ ধরনের স্ট্যাটাসে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। তারাও হাস্যরসভাবে নিয়েছেন বিষয়টি। তবে কেউ প্রশ্নও করেছেন। একজন লিখেছেন, ‘ভাই আপনিও?’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।