জুমবাংলা ডেস্ক : ফেনীর দাগনভূঞায় বাজারে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যবসায়ীর (৪৫) মৃত্যু হয়েছে। রোববার সকালে দাগনভূঞা পৌরসভার নামারবাজার এলাকার একটি ভাড়া বাসায় তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তি ব্যবসায়ী দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের সেকান্তরপুর গ্রামে বাসিন্দা। তিনি ফেনী শহরের একটি চায়ের দোকানি।
নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্র জানায়, বেশ কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভোগেন ওই ব্যবসায়ী। তাকে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল এমনকি ফেনী সদর হাসপাতালে নেয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ আইইডিসিআরে যোগাযোগ করতে বলেন। আইইডিসিআরের হটলাইন নম্বরে বারবার চেষ্টা করেও সংযোগ পায়নি ওই পরিবার।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোবায়েত জানান, ওই ব্যক্তি কিছুদিন থেকে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। তাই করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে তার বাড়িসহ পাশের দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। বিশেষ ব্যবস্থায় তার লাশ দাফন করা হবে।
দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক খান জানান, নিহতের পরিবার জানায় তার মধ্যে করোনাভাইরাসের উপসর্গ ছিল। তারা বিষয়টি নিয়ে ঢাকা আইইডিসিআরের হটলাইনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কেউ ফোন ধরেননি।
তিনি বলেন, এমনকি স্থানীয় স্বাস্থ্য বিভাগকে ব্যাপারটি জানালেও তার নমুনা সংগ্রহসহ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেনি বলে মৃতের পরিবার থেকে জানতে পেরেছি।
এ দিকে গত মঙ্গলবার উপজেলার জায়লস্করে করোনা উপসর্গ নিয়ে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়। পরবর্তীকালে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের পাঠালে সেখান থেকে ফলাফল নেগেটিভ আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।