জুমবাংলা ডেস্ক : বিবি ছাকেনা স্বামী হারিয়েছেন প্রায় ৩০ বছর হয়েছে। মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে চারবার হারিয়েছে স্বামীর ভিটে-মাটি। ৮ সন্তানের জননী বিবি ছাকেনার এনআইডি কার্ড অনুযায়ী বর্তমানে বয়স ৮৭ বছর। বয়সের ভারে নুয়ে পড়ছে তিনি।
কিন্তু এতদিন পর এসে তিনি জানতে পারলেন যে তিনি ‘মৃত’। এনআইডি ভেরিফাই করতে গেলে নির্বাচন অফিস জানান, বিবি ছাকেনা মৃত।
এমনটাই ঘটেছে লক্ষ্মীপুরের রামগতির ছেউয়াখালীর বাসিন্দা ৮৭ বছর বয়সী বৃদ্ধা বিবি ছাকেনার সাথে।
বিবি ছাকেনা জানান, “বয়স্ক ভাতার টাকা পাইতাম, ওহন হুনি আমি ‘মইরা’ গেছি। এহন টাকা পাই না। গাংগে চার বার ঘর ভাংছে। অনেক দুরে থায়ি, আয়তে কষ্ট অয়। নদী ভাংইগা গেছে অহন আরেক জনের জাগায় থায়ি।“
কথাগুলো বলার সময় চোখে-মুখে হতাশ দেখাচ্ছিল বৃদ্ধা ছাকেনার। কথা বলতে বলতে সিড়িতে বসে পড়েন তিনি।
তিনি জানান, উপজেলা নির্বাচন অফিসে তার নাম এনআইডি কার্ডে মৃতস্থলে জীবিত লিপিবন্ধ করতে আবেদন করেছেন। তিনি মৃত নন জীবিত দাবি করে উপজেলার পাটোয়ারীর হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রত্যায়নও দিয়েছেন। কিন্তু এখনও কাজ হয়নি।
বিবি ছাকেনার ছেলে মো.ফারুক জানান, তাদের বাড়ি মেঘনার ভাঙনে চারবার বিলিন হয়েছে। তারা নদীতে মাছ ধরে জীবন-জীবিকা নির্বাহ করেন। নদী ভাঙনে দিশে-হারা হয়ে বাড়ি থেকে প্রায় ৫০কিমি দুরে গিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
তিনি জানান, দু’বছর আগে তাদের পরিবারে ভোটারের স্থান পরিবর্তন করতে উপজেলা নির্বাচন অফিসে যান। সেখানে গিয়ে জানতে পারেন তার জীবিত মা বিবি ছাকেনার এনআইডিতে ‘মৃত’ রয়েছে। অথচ তার মা বিবি ছাকেনা এখনও জীবিত।
নির্বাচন অফিস সুত্রে মৃত মায়ের এনআইডি কার্ডে জীবিত করতে স্ব-ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সত্যায়িত কিছু কাগজপত্র লাগে। কাগজপত্রগুলো আনতে চার দিন যাওয়া-আসা সময় লেগেছে। তার মায়ের বয়স ৮৭ বছর, তিনি হাটা-চলা করতে পারে না। খুব কষ্ট করে তাকে সঙ্গে নিয়ে কাজগুলো করতে হয়েছে। তার মা জীবিত, কিন্তু কারা তাকে মৃত ঘোষনা করে তাদের হয়রানি করলেন, তিনি তাদের শাস্তির দাবি জানান।
তিনি আরও জানান, তাদের বর্তমান বাড়ি রামগতির ছেউয়াখালী। সেখান থেকে তাদের পূর্ব বাসস্থল ও উপজেলায় আসতে প্রায় ৩৫০-৫০০ টাকা খরচ হয় এবং সেদিন দিনমজুর বা নদীতে মাছ ধরতে যেতে পারেন না। খুব কষ্ট করে মাকে সঙ্গে নিয়ে জীবন ও পরিবারের সংসার চালাতে হচ্ছে তাকে।
প্রতিমাসে বয়স্ক মায়ের অনেক টাকার ঔষধ কিনতে হয়। বয়স্ক ভাতা পেত মাসে ৫০০ টাকা। কিন্তু এই ভুলের কারণে গত দু’বছর যাবত সেটাও বন্ধ রয়েছে। বয়স্ক ভাতা চালু করতে উপজেলা অফিসে তিনদিন আসা লেগেছে। তারপরও বয়স্ক ভাতা পাচ্ছেন না তার মা।
বিবি ছাকেনার বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ ফলকন (বর্তমান পাটোয়ারীর হাট) ইউনিয়ের ৯নম্বর ওয়ার্ডের মৃত আনিসুল হক মাঝি বাড়ি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.জায়েদুল হোসেন চৌধুরী জানান, গণভোটার হলে যারা ভোটার এলাকায় কাজ করেন। তারা সাধারণত এলাকাগুলো ভিজিট করে স্থায়ীয় চেয়ারম্যান-মেম্বার ও সাধারণ মানুষের কাছ থেকে মৃত ব্যক্তিদের তথ্য নেন।
সম্ভবত ২০১৭-২০১৯-২০২২ সালে গণভোটারে বিবি ছাকেনার স্থান পরিবর্তন হলে তথ্য আসে তিনি মৃত। তখন যারা কাজ করেছে তারা এনআইডিতে মৃত দেখিয়েছে। তার এনআইডি ভেরিফাইয়ে ‘মৃত’ দেখার পর কিছু কাগজপত্র যাচাই-বাচাই করে মৃতকে জীবিত করতে কাজ চলছে। সূত্র : দেশ-রুপান্তর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।