স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের ভয়াবহতার মধ্যে ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। জুন কিংবা জুলাই মাসে ফের ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) দেখতে পারবেন বিশ্বজুড়ে অসংখ্য ফুটবলভক্তরা। এমনটাই ইঙ্গিত মিলেছে ইপিএল কর্তৃপক্ষের তরফ থেকে।
করোনাভাইরাসের কারণে মাঝপথেই বন্ধ করে দেয়া হয় ইংলিশ প্রিমিয়ার লিগসহ ইউরোপীয় সমস্ত ফুটবল লিগগুলো। হঠাত টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়াতে বড়সড় ক্ষতির মুখে পড়েছে ইপিএলের সঙ্গে জড়িত একাধিক সংস্থা। তাই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো শেষ করতে মরিয়া হয়ে উঠেছে ইপিএল কর্তৃপক্ষ।
এখনও প্রায় সব দলেরই আট-নয়টা করে ম্যাচ বাকি। তাই ঠিক হয়েছে, করোনার দাপট কিছুটা কমলে ওয়েম্বলি স্টেডিয়ামে বাকি ম্যাচগুলোর আয়োজন করা হবে। প্রয়োজনে একদিনে চারটি করে ম্যাচ খেলা হবে। অবশ্য প্রত্যেকটি ম্যাচ হবে ফাঁকা স্টেডিয়ামে। ম্যাচ আয়োজন করলেও মানুষের প্রাণ নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বলে ইপিএল চেয়ারম্যানের পক্ষ থেকে জানানো হয়েছে।
জুন-জুলাইতে ফের ইপিএল শুরু করার পরিকল্পনা থাকলেও নির্দিষ্ট কোনও তারিখের ঘোষণা এখনই করতে চাইছে না ইপিএল কর্তৃপক্ষ। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখছেন তারা।
চলতি মৌসুমে ওয়েম্বলি স্টেডিয়ামে বেশ কয়েকটি ইপিএল ম্যাচের আয়োজন হয়েছিল। তাছাড়া ইউরো কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল এই ওয়েম্বলি স্টেডিয়ামে। কিন্তু করোনার জন্য ২০২১ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে ইউরো কাপ।
এদিকে করোনার জেরে ক্ষতির হার কমাতে ফুটলারদের বেতনে কাটছাট করতে রাজি হলেও সেটা এখনও করে উঠতে পারেনি একাধিক ইংলিশ ক্লাব। এই নিয়ে ক্লাব এবং তারকা ফুটবলারদের মধ্যে দফায়-দফায় বৈঠক হয়েছে। কিন্তু শুধুমাত্র ওয়েস্ট হ্যাম এবং সাউদাম্পটন ক্লাব ফুটবলারদের বেতন কাটতে পেরেছে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.