
স্পোর্টস ডেস্ক : করোনার কারণে আগামী জুন পর্যন্ত স্থগিত সব ধরনের ফুটবল ম্যাচ ও প্রতিযোগিতা স্থগিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি। মঙ্গলবার এ সিদ্ধান্ত জানায় সংস্থাটির পরিচালনা পর্ষদ।
Advertisement
করোনার প্রভাবে ফেব্রুয়ারি থেকেই স্থবির হয়ে পড়ে এশিয়ার ফুটবল। জরুরি সভায় মার্চ আর এপ্রিলের সব ম্যাচ স্থগিতের পর এখন আগামী দুই মাসের জন্যও ফুটবল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এএফসি। ২০২০ এএফসি চ্যাম্পিয়নস লিগ ও এএফসি কাপের গ্রুপ পর্ব সমাপ্ত করার উপায় খুঁজছে সংস্থাটি।
দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই সাফ এর চারটি টুর্নামেন্ট হওয়ার কথা ছিল এ বছরেই। করোনা ভাইরাসের প্রভাবে অনিশ্চিত চারটি টুর্নামেন্টই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


