জুমবাংলা ডেস্ক : ইচ্ছা ছিল চরমোনাই মাহফিলে গিয়ে জুমার নামাজ আদায় করবেন। সে অনুযায়ী দুই বন্ধু রওয়ানা হয়েছিলেন মোটরসাইকেলযোগে। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় দুজনই নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে।
জুমা পড়তে যাওয়ার সময় নিহত ২
নিহত দুজনের একজন হলেন ফরিদপুর জেলার ভাঙা থানাধীন আলগী এলাকার সিরাজ শেখের ছেলে ২০ বছর বয়সী শরীফ শেখ। অন্যজন একই এলাকার ২১ বছর বয়সী মো. ইউনুসের ছেলে।
জানা যায়, সেতু থেকে নামার সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় দুই বন্ধুর মোটরসাইকেলের। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে হাসপাতাল ভর্তি করায়। কিন্তু চিকিৎসা শুরু করার আগেই তাদেরকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool