যখন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, এ বছরের জুলাই মাসের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে চলেছে তার দেশ। জর্ডান, কাতার এবং সৌদি আরব সফরের প্রথম দিনে গতকাল মঙ্গলবার জর্ডানের রাজধানী আম্মানে তিনি এ কথা বলেন।

সানচেজ আরও বলেন, ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দিলে, ইউরোপের অন্যান্য দেশগুলোও তাদের দেখানো পথে এগোবে। এ বিষয়ে ইউরোপের বাকি দেশগুলোকেও রাজি করানোর চেষ্টা করছে স্প্যানিশ সরকার।

এরইমধ্যে স্লোভেনিয়া, মাল্টা ও আয়ারল্যান্ড স্পেনের আহবানে সম্মতিও জানিয়েছে। দেশগুলো বলছে, উপযুক্ত সময়েই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া হবে।

উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের মধ্যে ১৩৯টি রাষ্ট্রই ফিলিস্তিনকে হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে।