ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্স-২০২৫-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, এজন্য তিনি তাদের ভূয়সী প্রশংসা করেন।

বুধবার (১৯ নভেম্বর) মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশসহ ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক অফিসারকে সনদ প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টা আরও বলেন, আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে সেনাবাহিনীর সহায়তা কামনা করছেন।
এ বছর বাংলাদেশের সেনাবাহিনী থেকে ১৭০ জন, নৌবাহিনী থেকে ৪৫ জন এবং বিমান বাহিনী থেকে ৩৬ জন কর্মকর্তা কোর্স সম্পন্ন করেছেন। এছাড়া বাংলাদেশ পুলিশের ৩ জন কর্মকর্তা এবং চীন, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জর্ডান, সৌদি আরব, কুয়েত, কাতার, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, শ্রীলঙ্কা, তুরস্ক, উগান্ডাসহ আরও ২০ দেশের ৫৮ জন কর্মকর্তা অংশ নেন। মোট ১৪ জন নারী কর্মকর্তা গ্র্যাজুয়েশন অর্জন করেছেন।
গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, ডিএসসিএসসিতে নেতৃত্ব, কৌশল ও আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কে অর্জিত জ্ঞান দেশের নিরাপত্তা ও জাতীয় সংকট মোকাবিলায় কাজে লাগবে।
ডিএসসিএসসি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এর মাধ্যমে মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের উচ্চতর দায়িত্ব ও নেতৃত্ব প্রদানের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এখন পর্যন্ত প্রতিষ্ঠান থেকে ৬,৮১৪ জন কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ সচিব, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



