
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দেশ এখন এক ভয়াবহ জাতীয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং অর্থনীতিও কঠিন অবস্থায় রয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন–প্রক্রিয়ায় কেউ যেন কোনোভাবে ঐক্যে ফাটল ধরাতে না পারে—এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সাকি।
প্রতিষ্ঠার এক দশক পূর্তি উপলক্ষে গণসংহতি আন্দোলন শাহবাগ থেকে কাটাবন, হাতিরপুল, বাংলামোটর, মগবাজার, ওয়্যারলেস গেট ও হাতিরঝিল হয়ে কারওয়ান বাজার পর্যন্ত শোভাযাত্রা বের করে। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং দলীয় প্রতীক ‘মাথাল’ পরে এতে অংশ নেন নেতাকর্মীরা।
জাতীয় নির্বাচনের দিনে গণভোট আয়োজনে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সাকি বলেন,
‘জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কেউ যাতে ঐক্যে ফাটল ধরাতে না পারে, সেই জন্য আপনাদের সদা প্রস্তুত, সদা সতর্ক থাকতে হবে এবং নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে।’
তিনি আরও বলেন,‘রাষ্ট্রব্যবস্থা এখনো বিপর্যয় কাটিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারেনি। আমাদের মৌলিক সংস্কার দরকার, সব হত্যাকাণ্ডের বিচার দরকার। এই সবকিছু থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের নির্বাচন দরকার—গণভোট দরকার, সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন দরকার এবং জাতীয় সংসদ নির্বাচন দরকার। এই নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে হতে হবে।’
জোনায়েদ সাকি অভিযোগ করে বলেন, শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে; কিন্তু জনগণ তা প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম মর্যাদায় দাঁড়াবে। আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু মাথা নত করে নয়। জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে প্রয়োজনে আবারও রক্ত দিতে প্রস্তুত বাংলাদেশ।
তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা ঘৃণা, বিভাজন, নানা রকম ট্যাগিং করে তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছে। একদল ওই ঘৃণা, বিভাজন এবং ট্যাগিংয়ের পলিটিকস (রাজনীতি) করে আরেকটা জবরদস্তিমূলক শাসন কায়েম করতে চায়। অভ্যুত্থান পরিষ্কার করে বলে দিয়েছে, এক ফ্যাসিবাদের বদলে অন্য কোনো জবরদস্তি বাংলাদেশের মানুষ সহ্য করবে না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার। সমাবেশ ও মাথাল র্যালিতে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা দেওয়ান আবদুর রশীদ নীলু, মনির উদ্দীন পাপ্পু, হাসান মারুফ রুমী, বাচ্চু ভুইয়া, জুলহাসনাইন বাবু, অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, দীপক কুমার রায় প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



