নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর জেলা জামায়াতে ইসলামী ‘জুলাই বিপ্লবের’ শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে এক দোয়া মাহফিলের আয়োজন করেছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে শ্রীপুর মডেল মসজিদ প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই স্মরণসভা সঞ্চালনা করেন জেলা শাখার শ্রীপুর উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা। বক্তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ২৪ জুলাইয়ের বিপ্লব ও আত্মত্যাগকে জাতীয় ইতিহাসে স্মরণীয় করে রাখার আহ্বান জানান।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “২৪ জুলাইয়ের বিপ্লব দেশের রাজনীতিতে গতি এনেছে। যারা এই বিপ্লবকে অস্বীকার করেন এবং ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করছেন, তারা জাতির সঙ্গে প্রতারণা করছেন।”
তিনি আরও বলেন, “২৪ জুলাইয়ের চেতনায় দেশকে নৈরাজ্য, সহিংসতা, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত করার প্রতিশ্রুতি আমরা আবারও স্মরণ করছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীপুর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামির প্রার্থীদের জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে সকলের প্রতি আহ্বান জানান।
দোয়া মাহফিল শেষে শহীদদের রুহের মাগফিরাত, আহত ও পঙ্গুদের সুস্থতা এবং দেশের শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন শ্রীপুর মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেন।
অনুষ্ঠানে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের আমীর-সেক্রেটারিসহ ছাত্রশিবির ও শ্রমিক ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।