পাখির মত আকাশে উড়বে ভারতীয় সেনা
আন্তর্জাতিক ডেস্ক : ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠছে ভারতীয় সেনা (Indian Army)। শত্রু দেশকে চমকে দিয়ে ভারতীয় সেনায় যুক্ত হতে চলেছে স্পেশাল জ্যাকেট। যে জ্যাকেট পরে সেনারা খুব সহজেই আকাশে উড়তে পারবেন। নজর রাখতে পারবেন শত্রু সেনাঘাঁটির উপর। বেঙ্গালুরুতে পাঁচ দিনের অ্যারো ইন্ডিয়া (Aero India 2023) শো চলাকালীন দেখা গিয়েছে, ভারত সরকার মূলত সেনাবাহিনীকে উন্নত করতেন নতুন প্রযুক্তির ওপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। যার কেন্দ্রবিন্দুতে রয়েছে জেট স্যুট। এই বিশেষ স্যুট পড়ে খুব সহজেই আকাশে ওড়া যাবে।
এরইমধ্যেই ব্রিটিশ সংস্থা ‘গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজে’র তৈরি জেটপ্যাকের প্রদর্শন হয়ে গিয়েছে আগ্রায়। ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিওগুলি। ভারতীয় সেনা নাকি ৪৮টি জেটপ্যাকের টেন্ডার দিয়েছে ওই সংস্থার কাছে।
সংস্থার সিইও রিচার্ড ব্রাউনিং নিজে ওই মহাকর্ষ-বিরোধী স্যুট পরে শূন্যে উড়ে বেড়িয়েছেন। ভিডিওয় দেখা গিয়েছে, জলাশয় ও ফাঁকা প্রান্তরের উপর উড়ছেন তিনি। তার স্যুটের সঙ্গে তিনটি জেট ইঞ্জিনকে জুড়ে থাকতে দেখা যাচ্ছে। এর মধ্যে একটি স্যুটের পিছনে। বাকি দু’টি রয়েছে স্যুটের হাতে। নেট ভুবনে ছড়িয়ে পড়েছে ভিডিওগুলি।
যা দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘খুব সুন্দর। আশা করি, ভবিষ্যতে উদ্ধার অভিযানে দুর্গম অঞ্চলে পৌঁছনো এর ফলে আরও সহজ হবে।’ ঠিক কী ভাবে কাজ করে এই জেটপ্যাক? গ্যাস ও তরল ব্যবহৃত হয় এতে। যার সাহায্যে অনায়াসে শূন্যে ওড়া যায়।
২০২০ সালের মে মাসের পর লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনের সাথে সংঘ র্ষ নিয়ে উদ্বিগ্ন ভারতীয় সেনা। এ পরিস্থিতিতে ওই এলাকায় নজরদারি পুরো উদ্যমে চালাতে এমন জেটপ্যাক বিশেষ কাজে দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
খোলামেলা দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।