আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন রকেট হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড করপোরেশনের (আইআরজিসি) ‘কুদস বাহিনী’র প্রধান জেনারেল সোলেইমানিকে হত্যার পর বিশ্বব্যাপী তেলের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। হত্যার ঘটনার পরপরই শুক্রবার বিশ্ব বাজারে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। হামলার পর পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ওই হামলা চালানো হয়েছে। এতে জেনারেল কাসেম সোলেইমানিসহ ৮জন নিহত হয়েছে।
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার এই উত্তেজনা মধ্যপ্রাচ্যেও যথেষ্ট প্রভাব ফেলবে যার ফলে বিশ্ব বাজারে তেল সরবরাহ ব্যহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। অশোধিত তেলের মূল্য ৩ ডলার বেড়ে যাওয়ায় প্রতি ব্যারেল তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৯ দশমিক ১৬ ডলার। গত বছরের সেপ্টেম্বরের ১৭ তারিখের পর এটাই সর্বোচ্চ। দেশের শীর্ষ কমান্ডারের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে তাদের মিত্র দেশগুলোর বিরুদ্ধে ইরান উপযুক্ত জবাব দেবে এমন আশঙ্কা দেখা দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।