জুমবাংলা ডেস্ক : বৃষ্টির কারণে গত সপ্তাহে পেঁয়াজ ও শীতের সবজির দাম যেন পাল্লা দিয়ে বাড়ছিল। আমদানি বেড়ে যাওয়ায় কমছে শীতকালীন সবজির দাম। কিন্তু অপরিবর্তিত রয়েছে পেঁয়াজের দাম। একই সঙ্গে বেড়ে যাওয়া চাল, মাংস, ডিম, আটা ও মাছের দামও কমেনি।
শুক্রবার (১০ জানুয়ারি) ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারগুলো ঘুরে দেখা যায়, শীতের সবজির দাম কিছুটা কমলেও পেঁয়াজের বাজারের রয়েছে অস্থিরতা। গত সপ্তাহের তুলনায় দেশি পেঁয়াজের দাম কমেছে সাইজ ও মান ভেদে ২০ থেকে ৪০ টাকা আর দুই একটি সবজি বাদে প্রায় সব সবজিরই দাম কমেছে কেজি প্রতি ৩ থেকে ৫ টাকা।
কারওয়ান বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ সাইজ ভেদে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা, পাকিস্তানি ১২০ টাকা, মিশর ৭০-৮০ টাকা এবং চায়না পেঁয়াজ ৬০ টাকা দরে।
পেঁয়াজের ব্যবসাটা খুব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে উল্লেখ করে আড়তদার হযরত আলী বলেন, ‘গতকাইল যে দামে আমরা পেঁয়াজ কিনছি আইজ সেই দামেই বাজারে বিক্রি করতাছি। পেঁয়াজের দাম বাড়তি থাকলে ব্যবসা কইরা শান্তি নাই। গতকাইলের যে বাজারদর আছিল, আইজ তার থেইকা কেজি প্রতি চার টাকা লস দিয়া বিক্রি করতাছি। আগামীকাইল যে আবার বাজার কেমন হইব বলা যায় না। খুব অনিশ্চয়তার মধ্যে পেঁয়াজ ব্যবসায়ীরা।’
এদিকে, খুচরা বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৫০ টাকা, শিম ২০-৪০ টাকা, মুলা ২০ টাকা, বেগুন ৩০ টাকা, বরবটি ১২০ টাকা, ধুন্দল ৫০ টাকা, নতুন আলু ২৬ টাকা, পেঁপে ৩০ টাকা, গাজর ৩০ টাকা, শসা ৪০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, টমেটো ৪০ টাকা, শালগম ৪০ টাকা, গট কচু ৫০ টাকা দরে। এছাড়া প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা, ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, মিষ্টি কুমড়া বড় সাইজ ১২০ টাকা-ছোট সাইজ ৪০ টাকা এবং মৌসুমি শাক আঁটি প্রতি বিক্রি হচ্ছে ৫ থেকে ১৫ টাকা দরে।
ক্রেতা ও বিক্রেতারা বলছেন, সবজির দাম কিছুটা কমছে। তবে শীতকাল হিসেবে সবজির দাম আরও কম থাকার কথা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।