জুমবাংলা ডেস্ক : করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সারাদেশে লকডাউন চলছে। এরই মধ্যে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। গত সপ্তাহে রাজধানীর খুচরা বাজারে ৩০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। আদা বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। এদিকে দাম বেড়ে দেশি রসুন ১৪০-১৭০ কেজি দরে বিক্রি হচ্ছে।
আজ শুক্রবার (১৭ এপ্রিল ) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি গরুর মাংস ৫৯০ থেকে ৬০০ টাকা, খাসির মাংস ৮৫০ থেকে ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে, গত সপ্তাহের মতো স্থিতিশীল রয়েছে মুরগির বাজার। বয়লার মুরগির প্রতি কেজি ১২০ টাকা, কক ১৫০ টাকা, পাকিস্তানি ২০০ টাকা, দাম কমে দেশি মুরগি ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, মাছের বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রায় সব ধরনের মাছের সরবরাহ রয়েছে। দামও গত সপ্তাহের মত স্থিতিশীল। স্থিতিশীল রয়েছে ডিমের দাম। গত সপ্তাহের মত ৩২ টাকা হালি দরেই বিক্রি হচ্ছে ডিম।
এছাড়া, রমজানের আগে আরো একধাপ দাম বাড়লো ছোলার। দাম বেড়ে প্রতিকেজি ছোলা বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা দরে। গত সপ্তাহের মত বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। তবে আগের দামেই বিক্রি হচ্ছে মসুর ডাল, চিনি, আটা, ময়দাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য।
এদিকে সবজির বাজারে কিছুটা স্বস্তি দেখা গেছে। সরবরাহ রয়েছে সব ধরনের সবজির। দামও গত সপ্তাহের মত স্থিতিশীল রয়েছে। বর্তমানে বাজারে, মান ভেদে প্রতি কেজি কাঁচামরিচ ২০ থেকে ৫০ টাকা, বেগুন ৪০ টাকা, কাঁকরোল ৩০ টাকা, শিম ৩০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, আলু ২০ টাকা, করলা ৪০ টাকা, পটল ৪০, শসা ৩০ টাকা, টমেটো ২৫ টাকা, ঢেঁড়স ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা দরে।
এসব পণ্যের পাশাপাশি সপ্তাহের ব্যবধানে চালের দামও বেড়েছে। বাজারে সব ধরনের চালের কেজিতে বেড়েছে তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel