সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেইসবুক এখন সবার শীর্ষে। সবাই কম বেশি জনপ্রিয় এ সোশাল নেটওয়ার্ক ব্যবহার করে থাকে। ডেস্কটপ বা ল্যাপটপে অনেক সময় মাউস কাজ করে না। ডিস্টার্ব দিতে পারে। তখন ফেইসবুক ব্যবহার এ যেনো ভিন্নতা সৃষ্টি না হয় সেজন্য গুরুত্বপূর্ণ শর্টকাট আপনি জেনে নিন। কেননা কিছু কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আপনি দ্রুত কমান্ড দিতে পারবেন ও কাজ সম্পাদন করতে পারবেন।
এর ফলে মাউস না ব্যবহার করেও শুধু কিবোর্ডের মাধ্যমে কোনো সমস্যা ছাড়াই ফেইসবুক ব্যবহার করা যাবে। কিভাবে ব্যবহার করা যায় তা জানতে নিচের টিপসগুলো দেখে নিন।
১. Alt+2 প্রেস করে খুব সহজে ওয়ালে যাওয়া যাবে।
২. Alt+3 প্রেস করে ফ্রেন্ড রিকোয়েস্ট লিস্ট দেখা যাবে।
৩. Alt+4 প্রেস করে মেসেজ লিস্ট দেখা যাবে।
৪. Alt+9 প্রেস করে ফেইসবুক এর নিয়ম ও নীতিমালা দেখা যাবে।
৫. Alt+5 প্রেস করলে নোটিফিকেশন দেখাবে।
৬. Alt+6 প্রেস করে অ্যাকাউন্ট সেটিং দেখাবে।
৭. Alt+7 প্রেস করে অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিং এ যাওয়া যাবে।
৮. Alt+8 প্রেস করে গ্রুপ লিস্ট দেখা যাবে।
৯. Alt+0 প্রেস করে ফেইসবুকের হেল্প সেন্টারে যাওয়া যাবে।
১০. Alt+m প্রেস করে নতুন মেসেজ তৈরি করা যাবে।
১১. Alt+? প্রেস করলে মাউস কার্সর সার্চ ফিল্ড এ চলে চলে যাবে এবং সার্চ করতে পারবেন।
১২. Alt+1 প্রেস করে হোম মেনুতে আসা যাবে।
উপরের দেওয়া সব ‘শর্টকাট’ গুগল ক্রোম এবং মাইক্রোসফট এজ ব্রাউজারে কাজ করবে। মোজিলা ফায়ারফক্সে key ব্যবহার করার পূর্বে shift বাটন ব্যবহার করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।