জুমবাংলা ডেস্ক: স্থলপথে স্বল্প খরচে যাত্রী ও পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম হলো রেলপথ। এ কারণে রেলপথকে বলা হয় দেশের অর্থনীতির লাইফ লাইন। রেলে করে ভ্রমণ করলেও দেশের রেললাইনের গেজ সম্পর্কে অনেকেই জানি না। চলুন জেনে নেয়া যাক সে সম্পর্কে-
গেজ হলো দুই রেলের ভিতরের দিকের মধ্যকার দূরত্ব। বাংলাদেশে বর্তমানে দুইটি গেজের ট্রেন চলাচল করে। সেগুলো হলো- মিটারগেজ ও ব্রডগেজ। ১ মিটার প্রস্থ রেলপথকে মিটারগেজ বলে। ১.৬৭ মিটার প্রস্থ রেলপথকে ব্রডগেজ বলে।
তবে মিটারগেজ-ব্রডগেজের পাশাপাশি ন্যারোগেজ এবং স্ট্যান্ডার্ড গেজেও পৃথিবীর অনেক দেশে ট্রেন চলাচল করে।
ব্রডগেজ ও মিটারগেজ ২ পাতের রেললাইন। তিন পাত বিশিষ্ট রেলপথকে ডুয়েলগেজ লাইন বলে।
ডুয়েলগেজ রেললাইনে মিটারগেজ ও ব্রডগেজ উভয় ট্রেন চলাচল করতে পারে।
১৪৩৫ মিলিমিটার দূরত্বের গেজ হলো স্টান্ডার্ড গেজ। ১৪৩৫ মিলিমিটার বা স্টান্ডার্ড গেজের চেয়ে কম প্রশস্ত যেকোনো গেজই ন্যারোগেজ।
ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল যুক্ত হয়েছে ব্রডগেজ রেল লাইনের মাধ্যমে। অন্য সব রেলপথ মিটারগেজে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।