Views: 24

জাতীয়

জেনে নিন, বিদেশে যাওয়ার পূর্বে যা করবেন


জুমবাংলা ডেস্ক : পরিবারের স্বচ্ছলতাসহ সমাজে মাথা উঁচু করে বাঁচতে নিজ মনের সঙ্গে যুদ্ধ করে কাটাতে হয় প্রবাসে। হয়তো একেই বলে এক ধরনের দেয়ালবিহীন কারাগার। প্রবাসে সবাই ব্যস্ত যে যার কাজে। সবার একই চিন্তা কীভাবে বেশি উপার্জন করা যায়। মা-বাবা, ভাইবোন, স্ত্রী-সন্তানদের মান অভিমান পূরণ করতে গিয়ে তারা ভুলে যান নিজের শখ।

এক নজরে দেখে নিন বিদেশে যাওয়ার পূর্বে যা করণীয়-

১. পাসপোর্ট

২. চাকুরীর চুক্তিপত্র

৩. ব্যাংক একাউন্ট খোলা হয়েছে

৪. দূতাবাসের ঠিকানা ও ফোন নাম্বার

৫. ভিসা

৬. জনশক্তি ব্যুরোর ছাড়পত্র


৭. মেডিকেল রিপোর্ট

৮. টিকিট

৯. টাকা প্রদানের রশিদ চুক্তিপত্র পরীক্ষা: বিদেশে যাওয়ার কমপক্ষে দ’দিন আগে এজেন্সির কাছ থেকে চুক্তিপত্র নিতে হবে এবং চুক্তিপত্রে যে বিষয়গুলো পরীক্ষা করে নেবেন-
১। চাকুরীর নাম ২। কোম্পানি বা চাকুরীদাতার নাম, ঠিকানা ৩। কর্মক্ষেত্র ৪। চাকুরীর মেয়দা/চুক্তির মেয়াদ ৫। মাসিক বেতন ৬। ছুটি ও সামাজিক নিরাপত্তা ৭। যাওয়া আসার বিমান ভাড়া ৮। নিয়মিত কর্ম-ঘন্টা এবং সাপ্তাহিক ছুটি ৯। ওভার-টাইম ১০। বাৎসরিক ছুটি ১১। বেতনসহ ছুটি না বেতন ছাড়া ছুটি ১২। অসুস্থতার ছুটি ১৩। মেডিকেল বা স্বাস্থ্যসেবার সুবিধা ১৪। কর্মক্ষেত্র সম্পর্কিত অসুস্থতা বা মৃ’ত্যুর জন্য ক্ষতিপূরনের অংক ১৫। যাতায়াত ভাড়া ১৬। খাবার ভাতা ১৭। বাসস্থান ভাতা ১৮। মৃ’ত্যু হলে লা’শ দেশে পাঠানোর ব্যবস্থা ইত্যাদি।


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool


আরও পড়ুন

১৯ অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত

azad

জয়পুরহাটে পতিত জমিতে ভাই-বোনের মাল্টা চাষ অনুকরণীয় দৃষ্টান্ত

azad

অবসরে যাওয়া সহকর্মীদের সুসজ্জিত গাড়িতে বাড়ি পৌঁছে দিলেন যশোরের এসপি

azad

একা নির্জন কনডেম সেলে আছেন মিন্নি, দেয়া হয়েছে দুই সেট পোশাক

rony

আজ হাসপাতাল ছাড়ছেন ইউএনও ওয়াহিদা

Sabina Sami

কারাগারে মিন্নির সঙ্গী নেই কেউ

Sabina Sami