আমরা সবাই স্মার্টফোন ব্যাবহার করি আর আমরা জানি যে একটি স্মার্টফোনের প্রসেসর হ্যান্ডসেটের মূল উপাদানগুলির একটি। আজকে আমরা এখানে প্রসেসর বিষয়ে সব কিছু একটু বিস্তারিত জানার চেষ্টা করবো।
প্রসেসারকে সিস্টেম অন চিপ বা চিপসেট বলা হয়। একটি প্রসেসর আসলে আপনারা স্মার্টফোনের পারফরম্যান্স কেমন হবে তা নির্ণয় করে। ফোনে আপনারা যাই করুন না কেন তা ফোনে ইন্টারনেট ব্রাইজ করা, ছবি তোলা, গেমিং করা বা এই ধরনের যে কোন ফোনের অ্যাক্টিভিটি সেই সবই আসলে ফোনের প্রসেসরের ওপরে নির্ভর করে। আর তাই একটি ফোনের প্রসেসর কত ভাল তার ওপরে ফোনের পারফরম্যান্স নির্ভর করে।
প্রসেসরে আপনার ফোনের মেমারি থাকে। এটি একটি ফেচ স্টেজ। আর আপনারা ফোনে কোন কাজ করছেন তা এখানে মুহূর্তের মধ্যে অনুবাদ হয়ে যায়। আর প্রসেসার সেই সব কিছু তৈরি করে দেয় যা আপনি এখানে দেখতে চান। আর এই প্রক্রিয়া শেষ হলে পরের প্রক্রিয়া আবার শুরু হয়। মানে এটি মুহূর্তের মধ্যে সব কনভার্ট করে দেয়।
যে স্পিডে প্রসেসার একটি কাজ শেষ করে বা তার কারন নির্ণয় করে তাই হল প্রসেসারের কোর সংখ্যা। ক্লক স্পিড এর একটি গুরুত্বপূর্ণ জিনিস। ক্লক স্পিড কম হলে অনেক সময়ে ফোনের গেমিং বা সিনেমার দেখার অভিজ্ঞতা ভাল হয় না। ক্লক স্পিড কম হলে তখন ফোন ঠিক করে কাজ করতে পারে না। আর ফোন অনেক সময়ে আটকে যায় এই কারণে।
ক্লক স্পিড দেখে যে প্রসেসর প্রতি সেকেন্ডে কত তাড়াতাড়ি নির্দেশ নিতে পারে। 1Ghz ক্লক স্পিডের প্রসেসর 1 বিলিয়ান নির্দেশ প্রতি সেকেন্ডে প্রসেস করতে পারে। আর প্রসেসর কত কোরের তার ওপরেও প্রসেসরের স্পিড নির্ভর করে।
আমরা প্রায়ই বলে থাকি অক্টা কোর প্রসেসর বা ডেকা কোর বা হেক্টা কোর প্রসেসর। এবার এখানে এই কোর আদতে কি? প্রসেসর কোর আসলে ফোনের ব্যাবহার করার সময়ে কাজ ডিভাইড করে দেয়। একটি কোরে বেশি নির্দেশ এলে তা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রক্রিয়া শুরু করে। আর আপনার স্মার্টফোনে যদি একাধিক কাজ হয় তবে তা এক সঙ্গে হবে। আর যদি তা অনেক হয় তবে এর জন্য কোর পরের ধাপে তা পাঠিয়ে দেয় মানে নিজের কাজ অন্যকে দিয়ে কাজ ডিস্ট্রিবিউট করে সবকিছু ভাল ভাবে যাতে হয় তা দেখে।
এভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসর কাজ করে। প্রসেসারের ওপর ফোন ঠিক করে চালানো আর ফোনের সব কাজ যাতে ভাল ভাবে হয় তা দেখার একটা বড় দায়িত্ব থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।