জেনে নিন হাত-পা ফর্সা করার ঘরোয়া উপায়

হাত-পা

লাইফস্টাইল ডেস্ক: অনেকেই আছেন যাদের মুখের তুলনায় হাত-পা কম ফর্সা থাকে। মুখের সামনে হাত তখন দেখতে বেমানান লাগে। মুখের যত্নে আমরা যতটা যত্নশীল, হাত-পায়ের ক্ষেত্রে ততটা নই। যে কারণে মুখ দেখতে ফর্সা লাগলেও হাত-পা থাকে কালচে। আবার বেশিরভাগ সময়ে আমাদের হাত ও পা থাকে উন্মুক্ত। রোদ এবং ধুলোবালির কারণেও দেখা দিতে পারে এই কালচে ভাব। যদি চান, হাত ও পায়ের রং মুখের মতোই উজ্জ্বল হোক তবে বেছে নিতে পারেন এই ঘরোয়া উপায়গুলো-

হাত-পা

হলুদ ও শসার স্ক্রাব

প্রাকৃতিক উপায়ে ত্বক ফর্সা করার কাজে শসা ভীষণ কার্যকরী। এদিকে ত্বককে কোমল ও মসৃণ করে তুলতে কাজ করে হলুদ। একটি পরিষ্কার বাটিতে তিন-চার চামচ টেবিল শসার রসের সঙ্গে আধা চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে নিতে হবে। এবার তার সঙ্গে মেশান এক টেবিল চামচ লেবুর রস। ভালো করে মিশিয়ে নিয়ে হাত ও পায়ে লাগিয়ে নেবেন। এরপর অপেক্ষা করুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। শুকিয়ে গেলে হালকা গরম পানিতে ধুয়ে নিন। সপ্তাহে দুই-তিন বার এভাবে ব্যবহার করলে উপকার পাবেন।

অ্যালোভেরা ও মধুর স্ক্রাব

ত্বকের যত্নে অ্যালোভেরার ব্যবহার বেশ পুরোনো। এতে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। ফলে অ্যালোভেরার ব্যবহারে ত্বকে জমে থাকা মৃত কোষ দূর হয়। সেইসঙ্গে বয়সের ছাপও পড়ে না। হাত ও পায়ের উজ্জ্বলতা ধরে রাখতে চাইলে ব্যবহার করতে পারেন এই অ্যালোভেরা। দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল ও দুই টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি হাতে ও পায়ে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে পরিষ্কার পানিতে ধুয়ে নেবেন। সপ্তাহে দুই অথবা তিনবার এভাবে ব্যবহার করতে পারেন।

মধু ও টমেটোর স্ক্রাব

ত্বকের যত্নে টমেটোও কম উপকারী নয়। এতে থাকা এনজাইম আমাদের ত্বককে খুব সহজেই এক্সফোলিয়েট করতে পারে। সেইসঙ্গে দূর করে ব্ল্যাক হেডস কিংবা হোয়াইট হেডসের মতো সমস্যাও। টমেটোর সঙ্গে বাদামি চিনি ও মধু মিশিয়ে স্ক্রাব তৈরি করে ত্বকে ব্যবহার করতে পারেন। সেজন্য প্রয়োজন হবে চার টেবিল চামচ টমেটোর রস, দুই টেবিল চামচ বাদামি চিনি ও এক টেবিল চামচ মধু। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেবেন। এরপর হাত ও পায়ে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুইবার ব্যবহার করলেই উপকার পাবেন।

কর্মজীবী নারী নতুন মা হলে যা করণীয়