জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এর মাধ্যমে কোটি বছর পুরনো এক গ্যালাক্সিকে সবার সামনে এনে তাক লাগিয়ে দিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। এটি মিল্কিওয়ে থেকে মাত্র 30 লাখ দূরে অবস্থিত। এটি এবং এর আশেপাশে নক্ষত্র পর্যবেক্ষণ করে মহাকাশবিজ্ঞানীরা এর বয়স নির্ণয় করতে সক্ষম হয়েছেন।
এভাবে প্রাচীন এক গ্যালাক্সির প্রায় পুরো ইতিহাস সবার সামনে আনতে সক্ষম হয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এর মাধ্যমে প্রাচীন এক গ্যালাক্সির তথ্য সবার সামনে নিয়ে আসে মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ের গবেষণা দল।
এ গ্যালাক্সিটির নাম দেওয়া হয়েছে ডব্লিউএলএম। ছায়াপথটি প্রায় ১৩ বিলিয়ন বছরের পুরনো। আমাদের মিল্কিওয়ে থেকে এটি প্রায় ৩০ লাখ আলোকবর্ষ দূরে অবস্থান করছে। বিজ্ঞানীরা দাবি করছেন যে, বিগ ব্যাং ঘটনার আশি কোটি বছর পর এই গ্যালাক্সির জন্ম হয়েছে।
বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে জানতে পেরেছেন যে, তুলনামূলকভাবে অন্যান্য গ্যালাক্সি থেকে এটির ভর বেশ কম। কোটি কোটি বছর ধরে যে নক্ষত্র গ্যালাক্সির আশেপাশে অবস্থান করছে তা পর্যবেক্ষণ করছে বিজ্ঞানীরা।
এসব নক্ষত্র পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা বয়স নির্ধারণ করতে পেরেছেন। আশেপাশের নক্ষত্র যে পদ্ধতিতে সৃষ্টি হয়েছে তার রহস্য উন্মোচন করতে পেরেছে বিজ্ঞানীরা। সকল নক্ষত্র সৃষ্টির পদ্ধতি এক রকম ছিল না।
এখানে বেশিরভাগ নক্ষত্র সৃষ্টি হয়েছে প্রথম দুই থেকে চার বিলিয়ন বছরের মধ্যে। বিগ ব্যাং এর পরে মহাবিশ্ব বেশ উত্তপ্ত ছিল। তারপর তাপমাত্রা আস্তে আস্তে কমে যাওয়ায় নক্ষত্র সৃষ্টি বন্ধ হয়ে যায়। এটি প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। পরবর্তী সময়ে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং নক্ষত্র সৃষ্টির হার বৃদ্ধি পেতে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।