আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে দূতাবাস খুলেছে কসোভো। খবর আল জাজিরা’র।
রবিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পরই দূতাবাস চালুর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে হোয়াইট হাউজে কসোভো ও সার্বিয়া প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
গত সেপ্টেম্বরে হোয়াইট হাউসে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিস ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার পর ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নেন কসোভোর বিদায়ী প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোতি।
ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা জেরুজালেম। ফিলিস্তিনিরা জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে মেনে রাষ্ট্র গঠন করতে চায়। কিন্তু তেলআবিব থেকে সরিয়ে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করেছে ইসরাইল।
২০১৭ সালের ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিলে বিশ্বজুড়ে বিষয়টি সমালোচিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।