আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একটি ফোন কলে রাশিয়ার কাছে আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন। ইউক্রেনের এক কর্মকর্তা দ্য জেরুজালেম পোস্টকে এ তথ্য জানিয়েছেন। গত মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছ থেকে ওই পরামর্শ পান জেলেনস্কি। তবে ইউক্রেন ও ইসরাইলের শীর্ষ কর্মকর্তার এই অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গেছে।
জেরুজালেম পোস্টের খবর অনুসারে, মঙ্গলবার এক ফোনালাপে জেলেনস্কিকে বেনেট বলেছেন, আমি যদি আপনার জায়গায় হতাম, তবে অবশ্যই নাগরিকদের জীবনের কথা ভাবতাম। বাসিন্দাদের প্রাণহানির কথা বিবেচনা করে রাশিয়ার প্রস্তাবে রাজি হয়ে যেতাম।
কিয়েভের কর্মকর্তারা বলেন, আমাদের আত্মসমর্পণ করতে বলেছেন বেনেট। কিন্তু প্রেসিডেন্ট পুতিনের দাবিগুলোর সঙ্গে একমত হওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই।
তবে জেরুজালেম পোস্টে খবরটি আসার পর তাৎক্ষণিকভাবে তা অস্বীকার করেছেন নাফতালি বেনেটের কার্যালয়ের এক শীর্ষ কর্মকর্তা।
তিনি বলেন, জেলেনস্কিকে আত্মসমর্পণের কোনো পরামর্শ দেওয়া হয়নি। কোনো পর্যায়েই জেলেনস্কিকে কোনো উপদেশ কিংবা পরামর্শ দেওয়ার ইচ্ছা ইসরাইলি প্রধানমন্ত্রীর নেই।
শনিবার ইউক্রেনের সরকারের উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক বলেন, জেলেনস্কিকে আত্মসমর্পণের কোনো উপদেশ দেওয়া হয়নি। অন্য শর্তাধীন মধ্যস্থতাকারীর মতো রাশিয়া ফেডারেশনের দাবি মেনে নিতে ইসরাইল আমাদের কোনো পরামর্শ দেয়নি। রাজনৈতিক ও সামরিক কারণে তা একেবারে অসম্ভব।
রাশিয়া ইউক্রেনের সংঘাত নিরসনে মধ্যস্থতার চেষ্টা করেছিল ইসরাইল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন নাফতালি বেনেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।