আন্তর্জাতিক ডেস্ক : জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন। টেলিফোনে তিন নেতা ইউক্রেনে ইস্যু ও শস্য রপ্তানি নিয়ে ৮০ মিনিট আলোচনা করেন।
তারা পুতিনকে আহ্বান জানিয়েছেন, তিনি যেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে ‘সরাসরি সিরিয়াস আলোচনা করেন’।
জার্মান চ্যান্সেলরের দপ্তর থেকে এ টেলি কথোপকথনের পর একটি বিবৃতি দেওয়া হয়েছে।
সেই বিবৃতিতে বলা হয়েছে, দুই ইউরোপীয় ইউনিয়নের নেতা এ মুহূর্ত থেকে যুদ্ধবিরতির ওপর জোর দিয়েছেন এবং রাশিয়ার নেতাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, শলৎজ এবং ম্যাক্রোঁ পুতিনকে আহ্বান জানিয়েছেন, এ দ্বন্দ্বের একটি কূটনৈতিক সমাধানের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সিরিয়াস আলোচনা করেন।
এদিকে রাশিয়া ইউক্রেন হামলা করার পর পুতিনের সঙ্গে প্রায়ই আলোচনা করছেন ম্যাক্রোঁ এবং শলৎজ।
যুদ্ধ শুরু হওয়ার পর এ দুই নেতার সঙ্গেই নিয়মিত কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট।
সূত্র: আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।