বিনোদন ডেস্ক : জনপ্রিয় অ্যানিমেশন ছবি ‘পেডিংটনে’ ভাল্লুকের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। পেডিংটনের প্রযোজক StudioCanal দ্য হলিউড রিপোর্টারকে বিষয়টি নিশ্চিত করেছে।
২০১৪ সালে পেডিংটন ছবির ইউক্রেনীয় ভার্সনে ভাল্লুকের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন জেলেনস্কি। ২০১৭ সালে মুক্তি পায় ছবিটির সিক্যুয়েল। সেখানেও একই চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন তিনি। ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এর দুই বছর পর ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হন জেলেনস্কি।
ইউক্রেনে রাশিয়া অভিযান শুরুর আগে থেকেই বিশ্বের আলোচিত নেতাদের তালিকায় চলে আসেন জেলেনস্কি। সাহসের সঙ্গে তিনি রাশিয়ার সামরিক অভিযান প্রতিরোধে নেতৃত্ব দিচ্ছেন। প্রেসিডেন্ট হওয়ার আগে জেলেনস্কি ইউক্রেনের অন্যতম সফল ও জনপ্রিয় কমেডিয়ান ছিলেন। বেশ কিছু ছবি ও টিভি সিরিজেও কাজ করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।