আসন্ন ১৫ আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়েছেন, রাশিয়াকে কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব কিয়েভ কখনোই মেনে নেবে না। ভিডিও বার্তায় তিনি বলেন, ইউক্রেনকে বাদ দিয়ে বা আমাদের বিরুদ্ধে নেওয়া যেকোনো সিদ্ধান্ত শান্তির বিপক্ষে যাবে।
শনিবার ইউক্রেন প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের বৈঠক হবে আমাদের যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে। তবে, এই যুদ্ধ চলছে আমাদের ভূমিতে, আমাদের জনগণের বিরুদ্ধে, যা ইউক্রেনকে বাদ দিয়ে কখনোই শেষ হতে পারে না।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, পুতিন ইউক্রেনে যুদ্ধ থামানোর প্রস্তাব দিয়েছেন, তবে শর্ত হিসেবে কিয়েভকে বড় ধরনের ভূখণ্ড ছেড়ে দিতে হবে। গত বুধবার মস্কোতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাতে পুতিন এই পরিকল্পনা তুলে ধরেন। এর আওতায় রাশিয়া অধিকৃত পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল এবং ২০১৪ সালে বেআইনিভাবে দখল করা ক্রিমিয়া ছেড়ে দিতে হবে ইউক্রেনকে।
জেলেনস্কি বলেন, “ইউক্রেন শান্তি আনার মতো বাস্তব সমাধানের জন্য প্রস্তুত। তবে আমাদের বিরুদ্ধে বা ইউক্রেনকে বাদ দিয়ে নেওয়া যেকোনো সিদ্ধান্ত শান্তির বিরুদ্ধে সিদ্ধান্ত।”
১৫ আগস্ট পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক, ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য শান্তিচুক্তি আলোচনার ইঙ্গিত
তিনি আরও বলেন, “সব অংশীদারদের বুঝতে হবে ‘একটি মর্যাদাপূর্ণ শান্তি’ কী। রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত করছে এবং কোনো সময়সীমার কথা শুনতে চায় না। একটি বাস্তব এবং স্থায়ী শান্তির জন্য আমরা প্রেসিডেন্ট ট্রাম্পসহ সব অংশীদারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।”
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.